English

31 C
Dhaka
রবিবার, মে ৫, ২০২৪
- Advertisement -

আমি শামীম ওসমানের নই, সর্বস্তরের মানুষের প্রার্থী: তৈমুর আলম খন্দকার

- Advertisements -

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নিজবাড়িতে সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর বক্তব্যের পাল্টা জবাব দিয়ে বলেছেন, ‘আমি শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী না। আমি সর্বস্তরের মানুষের প্রার্থী।’

Advertisements

রোববার (৯ জানুয়ারি) বিকেলে শহরের মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে ৮ পৃষ্ঠার লিখিত বক্তব্য রাখেন তৈমুর। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এস এম আকরামসহ স্থানীয় নেতারা।

তৈমুর আলম খন্দকার বলেন, ‘সেলিনা হায়াত ১৮ বছর দায়িত্ব পালন করে নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা দিতে পারেননি। তিনি গণসংযোগ, প্রচারণায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। নির্বাচন কমিশন শুধু তাকে শোকজ করে আইওয়াশ করেছে। ২৭ ওয়ার্ডে আমার সমর্থক নেতাকর্মীদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করেছেন। অনেককে নৌকার পক্ষে কাজ করার চাপ প্রয়োগ করছেন।’

Advertisements

মেয়রপ্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ১০০ বছরের উন্নয়নের মাস্টার প্ল্যান করতে হবে। আমি নারায়ণগঞ্জবাসির অনুরোধে নির্বাচনে অংশ নিয়েছি।’

তৈমুর আলম খন্দকার বলেন, তিনি নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে স্বল্পমেয়াদী পরিকল্পনা ছাড়াও আগামী ১০০ বছর সামনে রেখে দীর্ঘমেয়াদি গ্র্যান্ড মাস্টার প্ল্যান খসড়া প্রণয়ন করা হবে। এতে সর্বস্তরের জনগণের মতামতের ভিত্তিতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রাধান্য দিয়ে নারায়ণগঞ্জকে স্বাচ্ছন্দে বসবাসযোগ্য,  বিজ্ঞানসম্মত, পরিবেশবান্ধব নিরাপদ নগরী গড়ে তোলার বীজ বপন করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন