English

24 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
- Advertisement -

করোনার কারণে তিন বছর বয়সে ছাড় পাবেন প্যানেল প্রত্যাশীরা: শিক্ষামন্ত্রী

- Advertisements -

করোনার কারণে এনটিআরসিএ’র প্যানেল প্রত্যাশীরা তিন বছর বয়সে ছাড় পাবেন জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা বিদ্যমান আইনের আওতায় আছেন অর্থাৎ যাদের বয়স ৩৮ এর কম তারা আবেদন করতে পারবেন ও চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। করোনার কারণে তারা তিন বছরের একটা ছাড় আইন অনুযায়ী পাবেন।’

সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে প্যানেল প্রত্যাশীদের নিয়ে এক আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। এসময় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্মকর্তা এবং প্যানেল প্রত্যাশীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের আবেদনের যোগ্যতা রয়েছে, তাদের নেওয়া হবে। নিবন্ধিত ও বয়স ৩৮ এর কম এমন যারা আছেন তাদের একটি সুযোগ রয়েছে। কিন্তু সেটিও আইনের মধ্যেই। আমাদের যতগুলো পদ খালি আছে শুধু ততগুলো পদের জন্য নিয়োগ দেওয়া হবে। পদের চাইতে বেশি লোক নিবন্ধিত হয়েছে। তাদের মধ্যে কেউ চাকরি পেয়েছেন, অনেকেই পাননি। এমন নানা বিষয় রয়েছে। তবে আমাদের পক্ষে বিদ্যমান আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

দীপু মনি বলেন, ‘আমরা আন্দোলনকারীদের সব দাবি-দাওয়া ও এনটিআরসিএ এর সব আইন-কানুন পর্যালোচনা করেছি। এখানে বিভিন্ন সময়ে আইন-কানুনে বিভিন্ন পরিবর্তন এসেছে। যারা বিভিন্ন সময়ে শিক্ষক নিবন্ধন পেয়েছেন এবং আবেদন করেছেন ও বিভিন্ন সময়ে আদালতে মামলা মোকাদ্দমা করেছেন সেগুলোও আমরা পর্যালোচনা করেছি। চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের বয়স নির্ধারিত সময়ের বাইরে চলে গেছে তাদের আমরা নিতে পারছি না। তবে বিদ্যমান আইন অনুযায়ী যারা আবেদন করছেন তাদের জন্য একটি সুযোগ রয়েছে। আমাদের আইনের বাইরে যাবার সুযোগ নেই। এখানে অনেকেই আছেন যারা এ আইনের বাইরে পড়ে গেছেন তাদের নেওয়ার সুযোগ নেই। অনেকেই মানবিকতার কথা বলেছেন। আমরা তাদের সমস্যার কথা বুঝি। কিন্তু আমাদের আইনের বাইরে যেয়ে কিছু করার সুযোগ নেই।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন