English

37 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছিলেন পল্লীবন্ধু: জিয়াউদ্দিন আহমেদ বাবলু

- Advertisements -

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি অর্জন এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিলো। স্বাধীনতার চেতনা বাস্তবায়নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সব চেয়ে বেশি কাজ করেছেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের জীবনী পাঠ্য বইতে সংযোজন করেছিলেন যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্ম জানতে পারে। এছাড়া মুজিব নগরে স্মৃৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, তিন নেতার মাজার, বধ্যভূমি স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনার নির্মান করেছেন। মুক্তিযোদ্ধাদের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান অভিহিত করে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছিলেন পল্লীবন্ধু।

Advertisements

আজ বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির সুবর্ণ জয়ন্তী বাস্তবায়ন কমিটির এক সভায় সভাপতির বক্তৃতায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ কথা বলেন।

এসময় জিয়াউদ্দিন আহমেদ বাবলু আরো বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে দেশব্যাপী জাতীয় পার্টির আয়োজনে মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রেক্ষাপট এবং কতটা অর্জন তা দেশবাসীর সামনে তুলে ধরা হবে। তিনি বলেন তৃণমূলে হতদরিদ্র মানুষের জীবনে স্বাধীনতার প্রকৃত স্বাদ পৌছে দিতে পল্লীবন্ধু গুচ্ছগ্রাম, জাল যার জলা তার, ভূমি সংস্কার সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্য সচিব ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ-এর পরিচালনায়- অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মুহাম্মদ শেখ সিরাজ, সুনীল শুভ রায়, হাজী সাইফুদ্দিন মিলন, জহিরুল ইসলাম জহির, সাবেক প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, মোঃ জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, মোস্তফা আল মাহমুদ, শফিউল্লাহ শফি, এইচ.এম. শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সম্পাদকমন্ডলীর সদস্য জহিরুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান মিরু।

Advertisements

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহমুদুর রহমান মাহমুদ, ড. নুরুল আজহার, মনিরুল ইসলাম মিলন, প্রফেসর ড. গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, শফিকুল ইসলাম শফিক, সুলতান আহমেদ সেলিম, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব আমির উদ্দিন আহমেদ ঢালু, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, এনাম জয়নাল, হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা, সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, এম.এ. রাজ্জাক খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মৃধা, নুরুল হক নুরু, আজহারুল ইসলাম সরকার, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, যুগ্ম তথ্য সম্পাদক শাহজাহান কবির, যুগ্ম শিল্প বিষয়ক সম্পাদক শহীদ হোসেন সেন্টু ও যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ আব্দুল্লাহ আল ফাত্তাহ, জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী।

সভায় আগামী ৭ মার্চ রবিবার বিকাল ৪টায় পরবর্তী সভার সিদ্ধান্ত গ্রহণ করে সভা সমাপ্ত করা হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন