মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালিয়ে যাওয়া আসামি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা লকারে ৮৩৩ ভরি স্বর্ণালংকার খুঁজে পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের লকার খোলা হয়। লকারে ৮৩২.৫১ ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মূল্যবান সম্পদের সন্ধান পায় সিআইসি।
শেখ হাসিনার নামে রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করা হয়।
একই দিন পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরো একটি লকার খোলে সিআইসি। তবে এ লকারে কিছু পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে এনবিআর।
গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এবং তার পরিবার সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। এর অংশ হিসেবে সিআইসি শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করে।
গত ১০ সেপ্টেম্বর সিআইসি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারটি জব্দ করা হয়।
