নাসিম রুমি: ২০১৭ সালের একটি চলচ্চিত্রের পোস্টারকে ঘিরে হিন্দু ধর্মের অবমাননার অভিযোগে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জলন্ধরের একটি আদালত। গ্রেফতার এড়াতে অভিনেতা দ্রুত আদালতে আত্মসমর্পণ করেন এবং পরে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (স্থানীয় সময়) জলন্ধর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন রাজকুমার রাও। এরপর বিচারক তার জামিন মঞ্জুর করেন। মামলাটি ধর্মীয় সংবেদনশীল হওয়ায় আদালত পরবর্তী শুনানিতে নতুন করে উভয় পক্ষের বক্তব্য শুনবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘বহেন হোগি তেরি’–র একটি পোস্টারে রাজকুমার রাওকে শিবের বেশে একটি মোটরসাইকেলে বসে থাকতে দেখা যায়। এই পোস্টার প্রকাশের পর স্থানীয় শিবসেনা ওই দৃশ্যকে হিন্দু ধর্মের প্রতি ‘অসম্মানজনক’ উল্লেখ করে তীব্র আপত্তি জানায়।
পরে শিবসেনার পক্ষ থেকে জলন্ধর আদালতে চলচ্চিত্রের পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, অভিনেত্রী শ্রুতি হাসান এবং রাজকুমার রাওয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার বিষয়ে এখন পর্যন্ত রাজকুমার রাওয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। মামলার পরবর্তী শুনানির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।