English

22 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
- Advertisement -

নিরাপত্তা লঙ্ঘন: মিশন থেকে বাদ রুশ নভোচারী

- Advertisements -

একজন রাশিয়ান নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসে যাওয়ার আসন্ন মিশন থেকে বাদ দিয়েছে ইলন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেসএক্স। ‘জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ’-কে কারণ হিসাবে দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রাশিয়ার অনলাইন প্রকাশনা ইনসাইডার প্রতিবেদনে লিখেছে, ফেব্রুয়ারিতে চার সদস্যের যে ক্রু দল আইএসএসে যাবেন তার মধ্যে একজন ছিলেন ওলেগ আরতেমিয়েভ। তবে তার বিরুদ্ধে স্পেসএক্সের রকেট ইঞ্জিন ও গোপন নথির ছবি তোলার অভিযোগ উঠায় তাকে এ মিশন থেকে বাদ দিয়েছে মাস্কের কোম্পানিটি।

৫৪ বছর বয়সী এই রুশ নভোচারী আগেও তিনবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছেন। সর্বশেষ তিনি মহাকাশে গিয়েছিলেন ২০২২ সালে। সবমিলিয়ে তিনি পাঁচশ ৬০ দিন মহাকাশে কাটিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট। স্পেস শিল্প বিশ্লেষক জর্জি ত্রিশকিন বলেছেন, “এত অভিজ্ঞ একজন নভোচারী এমন বড় রকমের ভুল হঠাৎ বা ভুলবশত করেছেন– এমনটি কল্পনা করাও কঠিন।”

তবে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ মহাকাশ সংস্থা রসকসমস বলেছে, ‘ওলেগ আরতেমিয়েভ অন্য এক দায়িত্বে যোগ দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি রসকসমস। তবে আরতেমিয়েভকে ‘রাশিয়ার নায়ক’ বলে বর্ণনা করেছে রুশ মহাকাশ সংস্থাটি।

এখনও আরতেমিয়েভকে মিশন থেকে সরানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের মাহাকাশ গবেষণা সংস্থা নাসা ও স্পেসএক্স। তার জায়গায় আসন্ন ক্রু-১২ মিশনের জন্য সহ-নভোচারী আন্দ্রেই ফেদ্যায়েভকে নিয়েছে মাস্কের কোম্পানিটি। ১৫ ফেব্রুয়ারির আগে মিশনটি উৎক্ষেপণের কথা রয়েছে এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাস থাকবেন মিশনের ক্রু সদস্যরা।

এদিকে, গত সপ্তাহে রকেট উৎক্ষেপণের পর রাশিয়ায় নভোচারী পাঠানোর একমাত্র উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চ প্যাডটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রসকসমস বলেছিল, কাজাখস্তানের ‘বাইকোনুর কসমোড্রোম’ উৎক্ষেপণ কেন্দ্রটি সারানো না পর্যন্ত কোনো রকেট উৎক্ষেপণ করতে পারবে না তারা। ফলে ১৯৬১ সালের পর থেকে কয়েক দশকের মধ্যে এই প্রথম মহাকাশে নভোচারি পাঠানোর সক্ষমতা হারাল রাশিয়া।

ওই উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘সয়ুজ এমএস-২৮’ রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস পাঠায় দেশটি। রকেটটি ঠিকঠাক উড়ে গেলেও লঞ্চ প্যাডটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রকেটে থাকা কোনো ক্রু সদস্য আহত হননি।

উৎক্ষেপণের যে ভিডিও রসকসমস প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, রকেটের তীব্র ধাক্কার ফলে লঞ্চপ্যাডের কিছু অংশ নীচের এক নিষ্কাশন খাদে ধসে পড়েছে। মহাকাশ সংস্থাটি বলেছে, উৎক্ষেপণের পর ‘লঞ্চপ্যাডের বেশ কয়েকটি অংশে ক্ষতি শনাক্ত’ করেছেন তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q41t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন