English

23 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
- Advertisement -

নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় র‌্যালি, সমাবেশ ও সেমিনার অনুষ্ঠিত: দক্ষ চালকদের সম্মাননা স্মারক প্রদান

- Advertisements -

নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় উদযাপিত হলো বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও সেমিনার। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ সড়ক আন্দোলনের এই দীর্ঘ পথচলার প্রতিশ্রুতিকে নতুনভাবে তুলে ধরল বগুড়া জেলা শাখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মো. শহিদ উল্লাহ। তিনি নিরাপদ সড়ক গড়ে তোলার ক্ষেত্রে সচেতনতা, আইন প্রয়োগ ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন—“সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারীসহ সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিসচার মতো সংগঠনগুলো এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ। তিনি তাঁর বক্তব্যে নিসচার ৩২ বছরের সড়ক নিরাপত্তা আন্দোলনের পথচলা, নানা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। র‌্যালি ও সেমিনারে জেলা শাখার সকল নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, চালক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দক্ষ ও দায়িত্বশীল দুই জন গাড়িচালককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান। দীর্ঘ কর্মজীবনে তারা কখনো দুর্ঘটনা ঘটাননি—এমন নিরাপদ চালনার জন্য তাদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। অতিথিবৃন্দ জানান, নিরাপদ সড়কের স্বার্থে এমন সচেতন ও দায়িত্বশীল চালকরা জাতির সম্পদ, তাদের স্বীকৃতি অন্য চালকদেরও অনুপ্রাণিত করবে।

পুরো আয়োজনটি ছিল সড়ক নিরাপত্তা বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির এক সফল উদাহরণ, যেখানে নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে সকল অংশগ্রহণকারীর অঙ্গীকার ছিল স্পষ্ট।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qcv3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন