ভারত ও পাকিস্তান আগামী মাসে এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে, আর তার আগেই দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়ে দিয়েছেন, তারা আর ভারতকে খেলতে অনুরোধ করবে না।
এর আগে ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে দুই দেশের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। বারবার চেষ্টার পরেও ভারত সাড়া না দেওয়ায় এবার আর আগ বাড়িয়ে কিছু করতে চায় না পাকিস্তান। লাহোরে এক সাংবাদিক সম্মেলনে নকভি বলেন, `এবার আমরা পরিষ্কার করে দিতে চাই, কোনো অনুরোধ বা ভিক্ষা আমরা আর করব না। এখন যা হবে, সেটা দু’পক্ষের সম্মতিতেই হবে এবং সমানে সমানে হবে।‘
বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বে রয়েছেন নকভি, যেটি চলতি এশিয়া কাপের আয়োজক সংস্থা। অন্যদিকে ভারতীয় বোর্ড আগেই জানিয়ে দিয়েছে—দ্বিপাক্ষিক সিরিজের কোনো প্রশ্নই নেই। ভারত কেবল আইসিসি ও এসিসি-র টুর্নামেন্টেই পাকিস্তানের বিপক্ষে খেলবে, যেখানে একাধিক দল অংশ নেয়। এমনকি ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত সেবার ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে, সম্ভবত দুবাইয়ে।
২০০৮ সালের পর থেকে ভারত আর পাকিস্তানে খেলতে যায়নি। যদিও পাকিস্তান ২০১৬ ও ২০২৩ সালের বিশ্বকাপে ভারতের মাটিতে খেলেছে। তবে পরবর্তী ঘোষণা অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত পাকিস্তান ভারতে আর খেলবে না। এমনকি চলতি বছর ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ ও আগামী বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হলেও, পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়।
এই পরিস্থিতিতে, দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আর কোনো আশার আলো দেখছে না পাকিস্তান। বরং তারা জানিয়ে দিল, এখন থেকে সম্পর্ক ও আলোচনা হতে হবে সম্মানের ভিত্তিতে, আর অনুরোধ নয়।