শনিবার(১৯) সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের পিসি আর ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেট বিভাগের চার জেলার আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান শনিবার নমুনা পরিক্ষায় ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১০ জন ও মৌলভীবাজার জেলার ৩ জন। শনিবার শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ৩ জন চিকিৎসক রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষায় ৭ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৫ জন, হবিগঞ্জ জেলার ১ জন ও সুনামগঞ্জ জেলায় ১ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৯৪ জন।এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৬১৩ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৩০৩ জন,হবিগঞ্জ জেলায় ১হাজার ৭১০ জন,মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬৮০ জন।
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫৩, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৫ এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সিলেট বিভাগের ৯ হাজার ৭৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৫০৬০, সুনামগঞ্জে ১৯৮২, হবিগঞ্জে ১২৬০, মৌলভীবাজারে ১৪৮৪ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/qr1i
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন