জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
তাকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় হাজির করা হয়েছে। শুনানিকালে তাকে এজলাসে তোলা হবে।
বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার নামে তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/r3oz