শামীম আলম দীপেন। বিশিষ্ট সাংবাদিক, গবেষক, নিরাপদ সড়ক চাইয়ের সাবেক মহাসচিব, পরবর্তীতে সিনিয়র ভাইস চেয়ারম্যান, চলচ্চিত্র সংসদ আন্দোলনের একনিষ্ঠ কর্মী।
গত ২৯ অক্টোবর ছিলো তার জন্মদিন। শুভেচ্ছা না জানিয়ে কেবল দোয়া করেছি। কারণ আজকের দিনে, ২০২৩ সালের ৩১ অক্টোবর, দীপেন পার্থিব সকল শুভেচ্ছা, অভিনন্দন এসবের বাইরে চলে গেছে।
কাগজের পাতায় আমি তাকে চিনেছিলাম দীপেন রাহা নামে। ১৯৭৭ সালে সরাসরি পরিচয়। শুরু হলো একসঙ্গে পথচলা। চলচ্চিত্র সংসদ আন্দোলন, সাংবাদিকতা সবখানেই আমরা সহযোদ্ধা, আমরা সহকর্মী। সে যখন ডা. আলমগীর মতির ‘রণরঙ্গিণী’ পত্রিকায় কাজ করতো, অন্য কাগজে লেখার পাশাপাশি, ওই কাগজে গল্প কিংবা নিবন্ধ লিখতে হতো নিয়মিত। তারপর বিভিন্ন কাগজে কাজ করলেও, চলচ্চিত্র সংসদ আন্দোলনকে ঘিরে দেখা হওয়াটা ছিলো নিত্য।
আরও পরে, ১৯৮৫ সালে আমরা দুজনে একই কাগজে চাকরিতে যোগ স্টাফ রিপোর্টার পদে। ক্রিয়েটিভ কাজে সব সময় এক পা এগিয়ে রাখতো দীপেন। কবে, কখন আমরা ‘তুই’ সম্মোধনের এক অকৃত্রিম বন্ধু হয়ে গেছিলাম নিজেও এখন বলতে পারবনা। যদি প্রতি দিনের কাজ, গবেষণা, নির্জন কোন লাইব্রেরিতে সকাল থেকে রাত অবধি পুরানো দিনের পেপার ঘেঁটে তথ্য খোঁজা, খেতে ভুলে যাওয়া এসব কথা লিখতে যাই, কয়েক খন্ডের গ্রন্থ হয়ে যাবে।
ফেইসবুকের ছোট্ট পরিসরে সে সব অজানা, না লিখা ইতিহাস, তুলে আনা যাবেনা। তাই, আজ ৩১ অক্টোবর বন্ধুর প্রয়াণ দিনে কেবলই প্রার্থনা, মহান আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করেন এবং বেহেশত নসীব করেন।
-মুজতবা সউদ

