English

30 C
Dhaka
শনিবার, এপ্রিল ২০, ২০২৪
- Advertisement -

আক্কেলপুরে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

- Advertisements -

জয়পুরহাটের আক্কেলপুরে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের দায়ে মেসার্স চিশতিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে উপজেলার গোপীনাথপুর বাজারে উপজেলা কৃষি অফিস ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান যৌথ অভিযান পরিচালনা করে অতিরিক্ত মূল্যে সার বিক্রয় ও মজুদ করার দায়ে মেসার্স চিশতিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন নামের ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এসময় তার গোডাউনে মজুদকৃত সার তাৎক্ষনিক সরকার নির্ধারিত দামে কৃষকদের মাঝে বিক্রয় করা হয়। অভিযান পরিচালনাকালীন উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো:শহীদুল ইসলাম সহ কৃষি কর্মকর্তারা ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান বলেন, এর আগে গত শনিবার গোপীনাথপুর বাজারে অভিযান চলাকালীন তিনি ভ্রাম্যমান আদালত অবমাননা করে দোকান বন্ধ করে সটকে পড়েন। কৃষকদের স্বার্থ রক্ষায় এধরনের অভিযান অব্যহত থাকবে। তারা যেন প্রতারিত না হয় সে বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন