English

36 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

টয়লেটের কূপ খুঁড়তে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

- Advertisements -

রংপুরের পীরগাছায় টয়লেটের কূপ খননের সময় বালু ধসে সাইফুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ মার্চ) দুপু্রে উপজেলার ছাওলা ইউনিয়নেরর মাস্টার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisements

নিহত সাইফুল ইসলাম একই উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন কানিপাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মাস্টার পাড়া গ্রামের সাইদুল ইসলামের বাড়িতে টয়লেটের কূপ খুঁড়তে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। প্রায় ২০ ফিট খননের পর আকস্মিক বালু ধসে সাইফুল ইসলাম নিচে চাপা পড়েন।

Advertisements

বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে দীর্ঘসময় চেষ্টা করেও সাইফুলকে জীবিত উদ্ধার করতে পারেনি। একপর্যায়ে এলাকাবাসীর সহযোগীতায় স্কেভেটর দিয়ে মাটি সরিয়ে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বালু ভরাট করা একটি জায়গায় কূপ খননের সময় ধসে পড়ে। এতে চাপা পড়ে সাইফুলের মৃত্যু হয়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, কূপের ভেতর থেকে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন