English

27.2 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

ভৈরব ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি মরহুম হাজী নূর মোহাম্মদ স্মরণে শোক সভা অনুষ্ঠিত

- Advertisements -

ভৈরব ব্যবসায়ী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজকর্মী, রাজনীতিবিদ মরহুম হাজী নুর মোহাম্মদ স্মরণে আজ ২৮ মার্চ রবিবার বাদ আসর ব্যবসায়ী কল্যাণ পরিষদের নিজস্ব কার্য্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।সংগঠনের সহ- সভাপতি মোঃ খুরশেদ আলমের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীর।

মরহুম হাজী নূর মোহাম্মদ এর দীর্ঘ জীবনের সামাজিক, রাজনৈতিক ব্যবসায়ী সংগঠনের নানা কর্মকান্ডের উল্লেখযোগ্য দিক সমূহ তূলে ধরে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক, ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, মরহুমের ছোট ভাই ভৈরব বাস মালিক সমিতির সভাপতি ছগির আহমেদ, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন , সংগঠনের পরিচালক আসাদুজ্জামান বাবুল,ম্যানেজার বাবু দীপক চন্দ্র বিশ্বাস ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব ব্যবসায়ী কল্যাণ পরিষদের পরিচালক জালাল আহমেদ ,সাইফুল ইসলাম কাকুল, আব্দুস সাদেক প্রমুখ । আলোচনা সভা শেষে ভৈরব বাসস্ট্যান্ড নূরানী মসজিদের পেশ ইমাম মৌলানা এনায়েতুল্লাহ ভৈরবীর পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রেখে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ কাজী সাইদুর রহমান । অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যরা, ব্যবসায়ী, ও সংগঠনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । উল্লেখ্য মরহুম হাজী নূর মোহাম্মদ গত ৯ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rari
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন