English

28 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

ট্রাম্প আবার ক্ষমতায় আসলে হুমকিতে পড়বে গণতন্ত্র: বাইডেন

- Advertisements -

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ট্রাম্পের নিজস্ব চিন্তার যে `মেক আমেরিকা গ্রেট এগেইন‘ প্রচারণা, তা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর কিছু ঘটছে। এটি একটি উগ্র আন্দোলন যা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে যায় না। ইতিহাস আমাদের পরীক্ষা নিচ্ছে।

বক্তব্যের এক পর্যায়ে প্রয়াত রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনের প্রসঙ্গ আনেন বাইডেন। তিনি জানান, তারা ভেতরে গণতান্ত্রিক মূল্যবোধ ছিল।

বক্তব্যের এক পর্যায়ে একজন দর্শক বাইডেনকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে জলবায়ু নিয়ে কেন এখনো জরুরি অবস্থা জারি করা হচ্ছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাইডেন বলেন, ‘আপনি চুপ থাকলে, পরবর্তীতে আলাদা করে কথা বলতে পারি আমরা। এরপর বলেন গণতন্ত্র সহজ কিছু নয়-আপনার প্রশ্নেই তা স্পষ্ট।’

বাইডেন বলেন, গণতন্ত্র মানে জনগণের শাসন, একনায়কতন্ত্র নয়, টাকার খেলা নয়। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যম যা ফলই আসুক না কেন আমি মেনে নেবো।

এর আগে গত সপ্তাহে এক সভায় বাইডেন বলেছিলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কারণ, গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর।‘

২০২০ সালের নির্বাচনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছিলেন এবং আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনে যদি ট্রাম্প আবার রিপাবলিকান প্রার্থী হন, তাহলে এ দুজনকে দ্বিতীয়বারের মতো ভোটযুদ্ধে অবতীর্ণ হতে দেখা যাবে। ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচনে লড়বেন। ৮০ বছর বয়সী বাইডেন প্রার্থী হবেন কি তা নিয়ে সংশয় ছিল। মূলত তার বয়সের কারণেই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত বয়স্ক প্রেসিডেন্ট আর নেই। তবে বাইডন জানিয়েছেন গণতন্ত্রকে রক্ষা করতে তিনি লড়াইয়ে নামবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rktm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন