English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ১৭, ২০২৫
- Advertisement -

মিয়ামিকে জয়ে ফেরালেন মেসি

- Advertisements -

নাসিম রুমি: লিওনেল মেসি চোট কাটিয়ে আজই মাঠে ফিরছেন, বিষয়টা আগেই জানিয়ে রেখেছিলেন ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো। মেসির ফেরা নিয়ে এত অপেক্ষা কেন, তার জবাবটা তিনি বহুবার ক্যারিয়ারে দিয়েছেন। আজও দিলেন। বদলি হিসেবে মাঠে নামলেন, গোল করে দলকে লিড এনে দিলেন, শেষ মুহূর্তে করালেনও একটা। আর তাতেই এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে মিয়ামি, এক ম্যাচ বাদে ফিরে এসেছে জয়ে।

চলতি মাসের শুরুতে নেক্সাকার বিপক্ষে খেলতে গিয়ে ১১ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকে তিনি ছিলেন মাঠের বাইরে। আজ তার ফেরার কথা। তবে তিনি প্রথম থেকেই মাঠে ছিলেন না। নামলেন ৪৫ মিনিটে, তেলাসকো সেগোভিয়ার বদলি হয়ে।

তার আগেই অবশ্য মিয়ামি গোলের দেখা পেয়ে গিয়েছিল। ৪৩ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন জর্দি আলবা। তবে ৫৯ মিনিটে এলএ গ্যালাক্সি সমতা ফেরায় জোসেফ পেইন্টসিলের গোলে।

এরপর সময় যত গড়াচ্ছিল, মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচটা। তবে শেষ ৬ মিনিটের এক ঝড়ে পরিস্থিতিটা বদলে গেল। লিওনেল মেসি গোল করলেন শুরুতে। রদ্রিগো দে পলের পাস পেয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানান দারুণ ড্রিবলে, এরপর বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক শটে বল জড়ান সফরকারীদের জালে।

৮৯ মিনিটে আবারও মেসি জাদু। এবারও বলটা পেলেন দে পলের কাছ থেকে। ব্যাকহিল করে বলটা তিনি পাঠিয়ে দিলেন বক্সে ঢুকতে থাকা সুয়ারেজের কাছে, গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ভোলেননি উরুগুইয়ান এই স্ট্রাইকার। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

চলতি মৌসুমে মিয়ামির হয়ে দারুণ ফর্মে আছেন মেসি। ১৯ ম্যাচ খেলেছেন, তাতে গোল করেছেন ১৯টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আবার ১০ গোল। এই জয়ের ফলে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে উঠে এসেছে মিয়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে তারা, তবে তাদের হাতে আছে আরও ৩ ম্যাচ।

এই ম্যাচের পর মেসির মিয়ামি মনোযোগ যাবে লিগস কাপে। সেখানে কোয়ার্টার ফাইনালে আগামী ২১ আগস্ট দলটা মুখোমুখি হবে টাইগার্স উয়ানলের বিপক্ষে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rm6k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন