English

28.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
- Advertisement -

চিকিৎসায় অভাবনীয় সাফল্য: মানুষের দেহে প্রতিস্থাপন হল শুকরের হৃদপিণ্ড!

- Advertisements -

এবার চিকিৎসায় অভাবনীয় সাফল্য পেলেন আমেরিকার চিকিৎসকরা। বিশ্বে প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে তারা সফলভাবে প্রতিস্থাপন করলেন শুকরের হৃদপিণ্ড। তবে তার আগে শুকরের ওই হৃদপিণ্ডটি জেনেটিকালি রূপান্তরিত করে নেওয়া হয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে টানা সাত ঘণ্টা পরীক্ষামূলক ওই অস্ত্রোপচার চালানো হয়। এর তিনদিন পরও বেশ সুস্থ রয়েছেন ৫৭ বছর বয়সী ডেভিড বেনেট।

বেনেটের জীবন বাঁচাতে চিকিৎসকদের কাছে আর কোনও বিকল্প ছিল না। এটাই ছিল তাকে বাঁচানোর সর্বশেষ চেষ্টা। তবে দীর্ঘমেয়াদে তিনি কতদিন সুস্থ থাকতে পারবেন, তা এখনও পরিষ্কার নয়।

অস্ত্রোপচারের একদিন আগে বেনেট বলেছিলেন, “আমার সামনে বিকল্প দুইটা, হয় অস্ত্রোপচার, নয়তো মৃত্যু।

তিনি বলেন, “আমি জানি এটা অন্ধকারে গুলি ছোঁড়ার মতো একটা ব্যাপার, কিন্তু আমার জন্য এটাই শেষ চেষ্টা,” তিনি বলেন।

বিশ্বের প্রথম এই ধরনের অস্ত্রোপচার করার জন্য ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারকে বিশেষ অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের চিকিৎসা তদারকি কর্তৃপক্ষ। কারণ, না হলে বেনেটের মৃত্যু ছাড়া আর কোনও বিকল্প ছিল না।

মানব হৃদপিণ্ড প্রতিস্থাপনের জন্য তিনি উপযুক্ত ছিলেন না। সাধারণত রোগীর স্বাস্থ্য অত্যন্ত দুর্বল হলে চিকিৎসকরা এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rvjr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন