যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী শহিদুল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শহিদুল উপজেলার গুয়াখোলা গ্রামে রেল বস্তির বাসিন্দা ভ্যানচালক সাগরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার সময় শিশু শহিদুল রেল লাইনের পাশে খেলা করছিল। এ সময় যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহিদুলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহতের বাবা সাগর জানান, শহিদুল জন্মের পর থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিল। দুর্ঘটনার পর খুলনা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rvt6
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন