English

28.5 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬
- Advertisement -

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ২১ জন নিহত

- Advertisements -

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী।  স্থানীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।

রবিবার সন্ধ্যায় আন্দালুসিয়ার কর্দোবা প্রদেশের আদামুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।  দেশটির রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে ছিটকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেন ওই লাইনে আসছিল। ফলে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয় এবং উভয় ট্রেনই লাইনচ্যুত হয়ে পড়ে।

আদিফ আরও জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মালাগা ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনাকবলিত মালাগা–মাদ্রিদ রুটের ট্রেনটি পরিচালনা করছিল বেসরকারি রেল সংস্থা ইরিও। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকর্মীরা দ্রুততার সঙ্গে আহতদের উদ্ধারে কাজ করছেন এবং ট্রেনের ভেতর থেকে যাত্রীদের নিরাপদে বের করে আনছেন।

স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আরটিভিই এর সাংবাদিক সালভাদোর হিমেনেজ, যিনি ওই ট্রেনেরই একজন যাত্রী ছিলেন, দুর্ঘটনার বর্ণনা দিয়ে বলেন,‘মুহূর্তটিতে মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। হঠাৎ করেই ট্রেনটি লাইনচ্যুত হয়। সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে যাত্রীদের মধ্যে চিকিৎসাসেবায় প্রশিক্ষিত কেউ থাকলে এগিয়ে আসতে বলা হয়। জানালা ভাঙার জন্য হাতুড়ি আনা হয় এবং শেষ পর্যন্ত আমাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।’

দুর্ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার জরুরি সেবাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো নিহতদের স্বজন ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rxuw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন