এরইমধ্যে তিনি হাজির হলেন কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘কথায় কথায় বহুদূর’-এ। যেখানে কালের কণ্ঠের ফিচার এডিটর দাউদ হোসাইন রনির সঙ্গে কথোপকথনে নিজের বর্তমান ব্যস্ততা, কাজ ও সংসার জীবন নিয়েও কথা বলতে দেখা গেছে তাকে।
সেখানে উঠে আসে এক মজার প্রসঙ্গ।
স্বামী হিল্লোলকে বিয়ের পরেও ভাই বলে ডাকেন নওশীন। সেই প্রসঙ্গেই আবার কথা বললেন অভিনেত্রী। কেন ভাই বলে ডাকেন সেই প্রশ্নের উত্তরে বললেন, ‘নাম ধরে ডাকলে সে মাইন্ড করে।
আল্টিমেটলি হিল্লোল ভাইয়া। আর বড়দের সামনে মুরুব্বীদের সামনে তো ওই জিনিসটা আরো বলা হয় না। নাম ধরে ওরকম। আগে ডাকতাম না হিল্লোল ভাইয়া হিল্লোল ভাইয়া- ওটাই অভ্যাস হয়ে গেছে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/s0ix