মোঃ নুর ই আলম হোসেন,জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক চাপায় জবাইদুল ইসলাম (৩৭) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় পাঁচবিবি – জয়পুরহাট সড়কের গতনশহর নাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
ঐ এলাকার সাবেক ইউপি সদস্য ফারায়েজ হোসেন জানান, রাতে পাঁচবিবি থেকে জয়পুরহাট সদর হাসপাতালে রোগী আনতে যান জবাযইদুল। পথিমধ্যে পাঁচবিবি জয়পুরহাট সড়কের গতন শহর নামক এলাকায় পৌঁছালে জয়পুরহাটের দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নি হ ত হোন।
পরে পথচারীরা সড়কে ভ্যানে চাপা থাকা অবস্থায় জবাইদুলের লাশ দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। ইমারজেন্সি মেডিকেল অফিসার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
তার মর্মান্তিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
