English

26.6 C
Dhaka
সোমবার, আগস্ট ৪, ২০২৫
- Advertisement -

গ্র্যামির রেড কার্পেটে গায়কের স্ত্রী নগ্ন, নেট দুনিয়ায় তোলপাড়

- Advertisements -

নাসিম রুমি: ২ ফেব্রায়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় বসেছিল বিশ্ব সংগীতের অন্যতম সম্মানসূচক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসর। জাঁকজমকপূর্ণ এই আসরের রেড কার্পেটে নগ্ন হয়ে ক্যামেরায় পোজ দিয়ে বিশ্ব মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিতর্কিত মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, বেস্ট র‌্যাপ সং বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কানইয়ে ওয়েস্ট। সর্বশেষ এ পুরস্কার জিতেছেন কেন্ড্রিক লামার। পুরস্কার না পেলেও গতকাল স্ত্রী বিয়াঙ্কা সেন্সরিকে নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন তিনি। সেসময়ে ৩০ বছরের বিয়াঙ্কার পরনে কালো রঙের পোশাক ছিল।

কালো রঙের কোট পরেই রেড কার্পেটে পা রাখেন বিয়াঙ্কা। কানইয়েও একই রঙের পোশাক পরেছিলেন। রেড কার্পেটে গিয়ে পোশাক খুলে ফেলেন বিয়াঙ্কা। এসময় তার পাশেই দাঁড়িয়েছিলেন কানইয়ে। আত্মবিশ্বাসী বিয়াঙ্কা ক্যামেরার সামনে শরীর প্রদর্শন করেন। এই ফ্যাশন ডিজাইনারের কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে পড়েন উপস্থিতি অতিথিরা।

জানা যায়, এ ঘটনার পর পুলিশ কানইয়ে-বিয়াঙ্কাকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়। আবার কোনো কোনো প্রতিবেদনে জানানো হয়েছে, স্টান্টবাজি করে নিজেরাই ঘটনাস্থল ত্যাগ করেন তারা। এ বিষয়ে কথা বলতে কানইয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য পায়নি ডেইলি মেইল।

বিয়াঙ্কার এমন কাণ্ড নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। কড়া ভাষায় সমালোচনা করছেন নেটিজেনরা। একজন লেখেন, “এই লোকের (কানইয়ে) কাছ থেকে বিয়াঙ্কাকে রক্ষা করা উচিত। সত্যি এটা বিরক্তিকর।” আরেকজন লেখেন, “এটা হতবাক হওয়ার মতো ঘটনা। একই সঙ্গে এটি খুবই দুঃখজনকও। কেউ মেয়েটির মগজ ধোলাই করেছে।”

গত বছরের অক্টোবরে মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। তার অভিযোগ, শাশুড়ি আলেকজান্দ্রা সেন্সরির (বিয়াঙ্কার মা) সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছিলেন ৪৭ বছরের এই গায়ক।

এ আলোচনায় ভাটা পড়ার আগেই বিতর্কিত র‍্যাপার কানইয়ে ওয়েস্ট স্ত্রী বিয়াঙ্কা সেন্সরির ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সমালোচনার মুখে পড়েন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/s3j2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন