English

30 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
- Advertisement -

শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী ফারিণ

- Advertisements -

নাসিম রুমি: বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ হওয়ার পর শোবিজ অঙ্গনে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরিস্থিতি সামলাতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী মেহজাবীন। (১৭) সন্ধ্যায় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে মেহজাবীন ও আলিসান তাকে নতুন ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রলোভন দেখান। তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় তিনি তা ফেরত চান।

অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত চাওয়ার পর থেকে তাকে বারবার সময়ক্ষেপণ করা হয়। এজাহারে আরও বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে গত ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গিয়ে তিনি কেবল অপমানিত হননি, বরং জীবননাশের হুমকিরও শিকার হন। এরপর আইনি পরামর্শ নিয়ে তিনি ২৪ মার্চ আদালতে মামলা দায়ের করেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না থাকার কারণে ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দেওয়া হয়, যা ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জারি হয়।

এই ঘটনার পরই শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গত ১৬ নভেম্বর রাতে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। ফারিণ লিখেছেন, শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।

ফারিণের এই স্ট্যাটাস প্রকাশ হতেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন—যখন শিল্পীরা একের পর এক অযাচিত আইনি ঝামেলায় জড়াচ্ছেন, তখন তাদের সুরক্ষা ও সম্মান রক্ষায় শিল্প ও সংস্কৃতি জগতের প্রভাবশালী ব্যক্তিত্বদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/s4w6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন