দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১২৭৮ জন। মোট শনাক্ত ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯৬ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮৯ হাজার ৯১২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫০৬টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/s86l