ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন সাদিয়া জাহান প্রভা। অভিনয় দক্ষতা আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সবসময়। অভিনেত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখানেই নতুন পেশায় মনোযোগ দিয়েছেন।
অভিনয় থেকে দূরে সরেও নিজেকে হারিয়ে যেতে দেননি প্রভা। নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। তার ইনস্টাগ্রাম প্রোফাইল এই কথা স্পষ্ট করেছে।
এছাড়া বিভিন্ন সময়ে নিজের মেকআপের বিভিন্ন ভিডিও এবং টিউটোরিয়াল শেয়ার করেন অভিনেত্রী। সম্প্রতি তার শেয়ার করা একটি ভিডিও ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ওই ভিডিওতে দেখা যায়, প্রভা একটি সাদা ফ্রক পরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন এবং হাতে রয়েছে কাঠগোলাপ। অভিনেত্রীর মুখে হালকা হাসি আর কাঠগোলাপের শুভ্রতা যেন মিলেমিশে একাকার হয়ে এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করেছে।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো- শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় গানটিও ভিডিওটির সঙ্গে দারুণ মানিয়েছে।
এদিকে প্রভার এই মিষ্টি হাসির প্রশংসা করেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে ‘সুন্দরী’ বলে মন্তব্য করে ভালোবাসার ইমোজি দিয়েছেন। কেউ কেউ প্রভার হাসি এবং কাঠগোলাপের সৌন্দর্যের মধ্যে এক অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন।
প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু করেন। এরপর অনেক জনপ্রিয় নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছেন প্রভা।