English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

হোয়াটসঅ্যাপে মেসেজ কপি করা এখন আরও সহজ

- Advertisements -

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবার কাছে এতোটাই আস্থার। সারাবিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয় অ্যাপটি। সারাদিন বন্ধুদের আড্ডায় কিংবা অফিসের ফাইল আদান-প্রদানে ব্যস্ত থাকেন হোয়াটসঅ্যাপে।

বার্তা, ছবি, ভিডিও, জরুরি ফাইল আদান-প্রদান করছেন সারাক্ষণ। অনেকসময় দীর্ঘ মেসেজ আসে আমাদের কাছে। সেখান থেকে কিছু অংশ হয়তো আবার আপনি কাউকে পাঠাতে চাইছেন। কিন্তু কপি করতে গিয়ে হয় ঝামেলা। হয় ফরওয়ার্ড করতে হয় কিংবা পুরোটাই কপি করে দিতে হয়।

কিছু অংশ করতে গেলে ঠিকঠাক মতো করাও যেন না, অনেক বাড়তি অংশ জুড়ে যেত। এবার সেই সমস্যা এবার সমাধান আনতে চলেছে প্ল্যাটফর্মটি। নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

নতুন ফিচারে এবার লম্বা মেসেজের একটা নির্দিষ্ট অংশ বা প্রয়োজনে একটি শব্দ কপি-পেস্ট করা যাবে। সেটা ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট, চ্যানেল সব ক্ষেত্রেই প্রযোজ্য। এই ফিচার চালু হলে ইউজাররা ভীষণভাবে উপকৃত হবেন। এরই মধ্যে আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাচ্ছেন।

এই ফিচারের সুবিধা পেতে মেসেজের উপর ট্যাপ করে তা ধরে রাখতে (ট্যাপ অ্যান্ড হোল্ড) হবে। এরপর যে অংশটুকু কপি করতে চান, শুধু সেটুক সিলেক্ট করতে হবে। এরপর মিলবে কপি অপশন। কপি করে যাকে পাঠাতে চাচ্ছেন তার চ্যাটে গিয়ে পেস্ট করলেই হলো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0ixd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন