English

28 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানালো, ‘মার্কিন নির্বাচনের একদিন আগে পৃথিবীতে আছড়ে পড়বে গ্রহাণু’

- Advertisements -
Advertisements
Advertisements

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক দিন আগে পৃথিবীতে আছড়ে পড়তে পারে একটি গ্রহাণু। নাম ২০১৮ভিপি১। এমনটাই জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি এও জানিয়েছে, পৃথিবীর সঙ্গে ওই গ্রহাণুর সংঘর্ষের আশঙ্কা ১ শতাংশেরও কম।
নাসার গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণুটি ৬ দশমিক ৫ ফুট উচ্চতার। নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের তথ্য অনুযায়ী, ২ নভেম্বর পৃথিবীর গা ঘেঁষে চলে যাবে গ্রহাণু ২০১৮ভিপি১। অবশ্য এই গ্রহাণু মার্কিন নির্বাচনের সময় পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেলেও সাধারণের চোখে ধরা দেবে না। ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার প্যালোমার অবজারভেটরি প্রথমবারের মতো গ্রহাণুটি আবিষ্কার করে।
চলতি মাসের শুরুতেই পৃথিবীর গা ঘেঁষে চলে যায় গ্রহাণু ২০২০ কিউজি। ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্তের আকাশে, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দুই হাজার ৯৫০ কিলোমিটার ওপর দিয়ে যায় গ্রহাণুটি। গতিবেগ ছিল সেকেন্ডে ১২ দশমিক ৩ কিলোমিটার। অন্য গ্রহাণুর তুলনায় অবশ্য কমই।
প্রতিবছরই বহু গ্রহাণু পৃথিবীর কাছাকাছি চলে আসে। বেশির ভাগই বায়ুমণ্ডলে ঢুকে পড়ে আগুনের গোলার চেহারা নেয়। তারপর আছড়ে পড়ে পৃথিবীর বুকেই নিঃশেষ হয়ে যায়। শেষমুহূর্তে অল্প সময়ের জন্য টেলিস্কোপের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন