নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় রংপুর জেলা কমিটির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় রংপুর নগরীর ক্যাব, অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই রংপুর জেলা কমিটির সভাপতি হাসান ফেরদৌস রাসেলসহ সংগঠনের উপদেষ্টা সদস্য তারিকুল ইসলাম, জাহেদুর রহমান কার্যকরী সদস্যবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল-মামুন, জসিম উদ্দিন, ইউনুছ কবির মিঠু, সেলিম সিদ্দিক, নাজমুল হুদা, উৎপল সরকার, আসাদুজ্জামান, মাহমুদুল হাসান লেলিন, শামীম মিয়া, আলম পান্না, ফুয়াদ হাসান, আনিছুর রহমান সজিব, হুসাইন আহমেদ, নাহিদ পারভেজ, কামরুল ইসলাম, সালিম আবেদীন ফাহিম।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, দখিগঞ্জ জামে মসজিদ এর পেশ ইমাম মাওঃ মুফতী মোঃ হাসান মাহমুদ ।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতার মাথায় অস্ত্রোপচার হয়েছে গত ৫ আগস্ট। লন্ডনের উইলিংটন হাসপাতালে চলছে তার চিকিৎসা।
সেখানে নিভৃতেই কাটছে তার দিনগুলো। দু চারজন পরিচিত মানুষ দেখা করতে যান। তাদের সঙ্গে কথা বলেন। এর ফাঁকে কোরআন পাঠ করেই সময় কাটাচ্ছেন তিনি। তার পরিবার সূত্রে এই তথ্য জানা গেছে।
এ বিশেষ দোয়া মাহফিলে নিরাপদ সড়ক চাই সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, দেশবাসীর জন্যও দোয়া করা হয়।