ঘাম থেকে জুতায় দুর্গন্ধ হয়। সেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে জুতার রাখার র্যাকেও। জুতা নিয়মিত পরিষ্কার করা হলেও জুতা রাখার র্যাক পরিষ্কারের দিকে খুব একটা নজর দিই না আমরা। ফলে ব্যাকটেরিয়া ও ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে র্যাকে।
প্রাকৃতিকভাবে গন্ধমুক্ত করতে জুতার র্যাক খুলে রোদে রাখুন। কয়েক ঘন্টা পরে একটি ভেজা কাপড় দিয়ে মুছে শুকিয়ে তারপর রেখে দিন জায়গা মতো। আরও কয়েকটি পদ্ধতি অনুসরণ করে পরিষ্কার করতে পারেন জুতার র্যাক।
- ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ফেলে না দিয়ে জুতার র্যাকে রেখে দিন। র্যাকের গন্ধ অনেকাংশে কমে যাবে।
- সাইট্রাস ফলের খোসা জুতার র্যাকের গন্ধ দূর করতে সাহায্য করে। লেবুর খোসা জমিয়ে রাখুন এবং জুতার র্যাকে রেখে দিন। এসব খোসা সহজেই জুতার ব়্যাকের গন্ধ শুষে নেবে এবং ব়্যাক থেকে দুর্গন্ধও একেবারে দূর হয়ে যাবে।
- বেকিং সোডা ও ভিনেগারও ব্যবহার করাতে পারেন। বেকিং সোডা ও ভিনেগারের মিশ্রণ তৈরি করে জুতার র্যাক পরিষ্কার করুন। তারপর একটি পরিষ্কার কাপড় এবং স্প্রে রুম ফ্রেশনার দিয়ে জুতার ব়্যাকটি মুছুন। দুর্গন্ধ চলে যাবে।
- সমপরিমাণ কুসুম গরম পানি ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন স্প্রে বোতলে। সামান্য ডিটারজেন্ট মেশান এতে। দ্রবণটি জুতার র্যাকে স্প্রে করে মুছে ফেলুন পরিষ্কার কাপড় দিয়ে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/skh3