English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

নাপোলিতে যোগ দিলেন ডি ব্রুইনে

- Advertisements -

ম্যানচেস্টার সিটির সঙ্গে এক দশকের পথচলা শেষে অবশেষে নতুন ঠিকানায় পা রাখলেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনে। ফ্রি এজেন্ট হিসেবে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিয়েছেন এই বিশ্বমানের মিডফিল্ডার। ক্লাবটি তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে, আনুষ্ঠানিকভাবে যা ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার রাতে।

নতুন কোচ অ্যান্তোনিও কন্তের অধীনে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি নিচ্ছে নাপোলি। স্কোয়াডে অভিজ্ঞতার ঘাটতি পূরণ এবং মিডফিল্ডে সৃজনশীলতা যোগ করতেই ডি ব্রুইনিকে প্রাধান্য দিয়েছে ক্লাবটি।

৩৩ বছর বয়সী ডি ব্রুইনির সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি শেষ হয়েছিল চলতি গ্রীষ্মেই। বয়স কিংবা ফর্ম নিয়ে বিশেষ প্রশ্ন না থাকলেও ইনজুরি প্রবণতা এবং ভবিষ্যতের পরিকল্পনা থেকে সরে গিয়ে ক্লাবটি তার সঙ্গে নতুন করে চুক্তি করেনি। এর ফলে ফ্রি এজেন্টে পরিণত হন তিনি।

বৃহস্পতিবার মেডিকেল সম্পন্ন করতে ইতালির নেপলসে পৌঁছান ডি ব্রুইনে। এরপরই দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয় এবং রাতে ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা আসে।

ফ্রি এজেন্ট হওয়ার পর ডি ব্রুইনিকে দলে টানার চেষ্টা করেছিল একাধিক ক্লাব। যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি, সৌদি প্রো লিগের কয়েকটি দল এবং ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ও তার ব্যাপারে আগ্রহ দেখায়। তবে শেষ পর্যন্ত ইউরোপে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এই বেলজিয়ান তারকা।

এর অন্যতম কারণ ২০২৬ বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে খেলার প্রস্তুতি। ইউরোপের প্রতিযোগিতামূলক লিগে খেলে নিজের ফর্ম ধরে রাখতে চান তিনি।

নাপোলি এখন নতুন করে দল গোছাচ্ছে, যেখানে ডি ব্রুইনের মতো প্রিমিয়ার লিগের তারকাদের ওপর ভরসা রাখছে তারা। বর্তমানে দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বাদ পড়া স্কট ম্যাকটমিনে ও সাবেক চেলসি-ম্যানইউ স্ট্রাইকার রোমেলু লুকাকু।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/foh6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন