English

30 C
Dhaka
শনিবার, মে ১০, ২০২৫
- Advertisement -

রিশাদ-নাহিদকে দেশে আনতে চার্টার্ড ফ্লাইট!

- Advertisements -

নাসিম রুমি: কাশ্মীরের পেহেলগামে হামলায় পর্যটক নিহতের জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে পাকিস্তানের সেনা সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। নিরাপত্তা শঙ্কায় পিএসএলের রাওয়ালপিন্ডির ম্যাচগুলোও স্থগিত করা হয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাদের নিরাপত্তা নিয়ে সজাগ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পিএসএল কর্তৃপক্ষ।

 

দুই ক্রিকেটারের দেশে ফেরার বিষয়টিও গুরুত্ব দিয়ে ভাবছে বিসিবি। তবে পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় তাদের ফেরাতে জটিলতা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে চার্টার্ড ফ্লাইটের চিন্তা করছে বিসিবি।

পিএসএল কাভার করতে যাওয়া এক সাংবাদিক দেশীয় এক গণমাধ্যমকে জানান, রিশাদ ও নাহিদ রানাকে ফিরিয়ে আনতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে বিসিবি। পিসিবির সঙ্গেও আলোচনা চলছে। সব ঠিক থাকলে চার্টার্ড ফ্লাইটেই তারা দেশে ফিরবেন।

পরপর দুদিন বিসিবি বিবৃতি দিয়ে জানিয়েছে, দুই ক্রিকেটারের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সরাসরি ফোনে তাদের সঙ্গে কথা বলেছেন। পিসিবির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বোর্ড।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন