English

28 C
Dhaka
শনিবার, মে ৪, ২০২৪
- Advertisement -

৪০ বছর পর মাঠে বসে ঘরোয়া ফুটবল ম্যাচ দেখার সুযোগ পেল ইরানি নারীরা

- Advertisements -

বৃহস্পতিবার ইরানের দুই স্থানীয় ফুটবল দল ইস্তেগলাল এফসি এবং সানাত মেস কেরম্যান এফসি তেহরানের আজাদী স্টেডিয়ামে খেলতে নামে।

Advertisements

আর এ ম্যাচটি মাঠে বসে দেখার সুযোগ পেয়েছিলেন ৫০০ জন নারী সমর্থক। এর মাধ্যমে গত ৪০ বছরে প্রথমবারের মতো মাঠে বসে ঘরোয়া ফুটবল ম্যাচ উপভোগ করেছেন ইরানি নারীরা।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এ খবর জানিয়েছে।

তবে মাঠে আসা এসব নারীরা পুরুষ সমর্থকদের সঙ্গে একই গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাননি। তাছাড়া তাদের বসার জন্য গ্যালারির একটি কোণায় আলাদা ব্যবস্থা করা হয়েছিল।

Advertisements

ইরানে নারীদের স্টেডিয়ামে যেতে বাধা দেওয়া হয়। যদিও আনুষ্ঠানিকভাবে নারীদের স্টেডিয়ামে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তবে ১৯৭৯ সালে ইসলামিক রেভ্যুলেশনের পর নারীদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয় না।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার চাপে আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঝে মাঝে নারীদের গ্যালারিতে বসে খেলার সুযোগ দেয় ইরান। তবে ঘরোয়া ম্যাচে একেবারেই কোনো অনুমতি দেওয়া হয় না। কিন্তু অবশেষে ৪০ বছর পর সেই বিরল সুযোগ পেলেন ৫০০ জন নারী ফুটবল সমর্থক।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন