English

30 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

প্রশংসিত ইউএনও নজরুল ইসলাম: তিন বছর পূর্ণ করলেন শ্রীমঙ্গলে

- Advertisements -

২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর তিনি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার পদে যোগ দেন। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় জন্ম নেয়া নজরুল ইসলাম ১৯৯৮ সালে চাতল বাগহাটা স্কুল ও কলেজ থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ২০০০ সালে মনোহরদী উপজেলার খিদিরপুর কলেজ থেকে স্টার মার্কস পেয়ে এইচএসসি পাস করেন।

২০০৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং ২০০৮ সালে স্নাতকোওর সম্পন্ন করেন। ২০১৩ সালে ৩১তম প্রশাসন ক্যাডারে নোয়াখালীতে সহকারী কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। পরে ঢাকা জেলা প্রশাসকের কার্য়ালয়, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার এসিল্যান্ড এবং ২০১৮ সালে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এবছর দেশে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দেয়ার আলোচিত আশ্রায়ন প্রকল্প চালু হয়।শ্রীমঙ্গলে এই আশ্রায়ন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করায় তিনি প্রধানমন্ত্রীসহ দেশবাসীর নজরে আসেন। এখানকার আশ্রায়ন প্রকল্পের মজবুত অবকাঠামো সারাদেশের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করে।রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তার নেতৃত্ব ও সঠিক ব্যবস্থাপনা প্রশংসিত হয়।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন