বর্ষায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ত্বক হয়ে ওঠে অনেক নাজুক। ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে। ধুলা জমে রন্ধ্রপথের মুথ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া বর্ষায় ব্যাক্টেরিয়া, ছত্রাক এবং অন্যান্য জীবাণুর সংক্রমণের কারণে ব্রণ হতে পারে।
বর্ষায় ত্বকের সমস্যা কমাতে ভরসা রাখতে পারেন ফেস প্যাকে। প্রাকৃতিক উপাদানে তৈরি ফেসপ্যাকগুলো ত্বক পরিষ্কার রেখে ত্বক থেকে ময়লা, তেল, জীবাণু, ব্ল্যাকহেডস দূর করবে। পাশাপাশি ব্রণের দাগছোপও দূর করতে সাহায্য করবে।
আসুন জেনে নেওয়া যাক ফেস প্যাকগুলো কীভাবে তৈরি করবেন-
মধু, দারুচিনি, মেথির ফেসপ্যাক
এক চা চামচ দারুচিনি গুঁড়া, আধা চা চামচ মেথি গুঁড়া, লেবুর রস এবং কয়েক ফোঁটা মধু একসঙ্গে মিশিয়ে নিন। পেস্টটি কেবল ব্রণের জায়গায় লাগান এবং এক ঘণ্টা রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করবে।
বেসন, দই এবং হলুদের ফেসপ্যাক
১ টেবিল চামচ বেসন, ১ চিমটি হলুদ, ২ টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ভেজা হাতে আলতো করে ঘষে ঘষে মুছে ফেলুন। এটি ব্যবহারে ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হবে। ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে।
মুলতানি মাটি, হলুদ ও লেবুর রস
তৈলাক্ত ত্বকের যত্নে মুলতানি মাটির ফেসপ্যাক দারুণ কাজ করে। ১ চামচ মুলতানি মাটির সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ মধু মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের ওপর লাগিয়ে ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকে সতেজতা বজায় রাখবে।
শসা, টকদই, লেবুর ফেসপ্যাক
আধা কাপ শসা কুচি, ১ টেবিল চামচ টকদই, কয়েক ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বক পরিষ্কার করবে। এতে ব্রণের সমস্যা কমবে।
গোলাপজল, টি ট্রি অয়েল ও চন্দন
দুই টেবিল চামচ গোলাপজলে ২ ফোঁটা টি ট্রি অয়েল, ১ চামচ চন্দনের গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন।শুকানোর পরে ধুয়ে ফেলুন। এটি ত্বককে সতেজ ও স্বাস্থ্যোজ্জ্বল করে ব্রণ প্রতিরোধে সহায়তা করবে।