তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে “পরিচ্ছন্ন মাইলফলক, সচেতন নাগরিক সমাজ” শীর্ষক এক মাইলফলক পরিষ্কার অভিযান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে অবস্থিত মাইলফলক বা দূরত্ব নির্দেশক চিহ্নগুলো পরিষ্কার করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সড়ক দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অভিযান শেষে নেতৃবৃন্দ বলেন, “সড়কের সৌন্দর্য ও নিরাপত্তা বজায় রাখতে মাইলফলকগুলো দৃশ্যমান রাখা অত্যন্ত জরুরি। পরিচ্ছন্ন মাইলফলক শুধু দিকনির্দেশনা দেয় না, বরং এটি পথচারী ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে।”
তারা আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা জনগণকে অনুপ্রাণিত করতে চাই যেন সবাই নিজ নিজ জায়গা থেকে সড়ক ব্যবস্থাপনা ও পরিবেশ পরিচ্ছন্নতায় ভূমিকা রাখেন।”