English

21 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
- Advertisement -

বিকৃত করা যাবে না সালমানের নাচ কিংবা সংলাপ, নির্দেশ আদালতের

- Advertisements -

নাসিম রুমি: তারকাদের ছবি, ভিডিও, কণ্ঠস্বর নকল যেন ডালভাত ছিল এত দিন। তবে ইদানীংকালে বিষয়টি নিয়ে সরব হয়েছেন অনেকে। এবার এ তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেতা সালমান খান। বিষয়টি নিয়ে তিনি গেলেন দিল্লি হাইকোর্টে।

বৃহস্পতিবার বিচারপতি মনমীত প্রীতম সিং অরোরার এজলাসে শুনানি হয় এই মামলার। সেখানে স্পষ্টভাবেই জানানো হয়েছে, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট অ্যান্ড দ্য ইনফরমেশন টেকনোলজি রুলস ২০২১ অনুযায়ী ছবি, কণ্ঠস্বর তো বটেই, অভিনেতার অনুমতি ছাড়া তার অভিনীত ছবির নাচের বিশেষ স্টেপ কিংবা বিখ্যাত ডায়লগের অপব্যবহার সোশ্যাল মিডিয়ায় করা যাবে না। যদি তার ব্যতিক্রম হয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী তিন দিনের মধ্যে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

অনুমতি ছাড়া যথেচ্ছভাবে তারকাদের ছবি, কণ্ঠস্বরের ব্যবহার এখন যেন ‘সংক্রামক ব্যাধি’তে পরিণত হয়েছে।

তাই বিগত কয়েক মাসে বলিউডের অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীই ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন। কিছুদিন আগে গায়ক কুমার শানুও তার গায়কি নিয়ে অধিকার রক্ষার দাবিতে আদালতে গিয়েছিলেন।

এর আগে, বিভিন্ন রায়ে আদালত পরিষ্কার জানিয়েছে, ডিপফেক, এআই-জেনারেটেড ইম্পারসনেশন, ভুয়া বিজ্ঞাপন বা ছদ্মবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এগুলো ব্যক্তির মর্যাদা, গোপনীয়তা ও প্রচারের অধিকার লঙ্ঘন করে। সেই কারণেই অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অনিল কাপুর, আশা ভোঁসলে, কুমার শানু, শিল্পা শেঠির মতো তারকারা এ পথে হেঁটেছেন।

এবার সেই তালিকায় যোগ হলো সালমান খানের নাম।

এর ফলে ভাইজানের ছবি, ভিডিও, কণ্ঠস্বরের পাশাপাশি তার বিখ্যাত সংলাপ এবং নাচের স্টেপও নকল করা যাবে না। অর্থাৎ, দুই পায়ের ফাঁকে তোয়ালে রেখে কিংবা ঘাড়ের কাছে শার্টের কলারের ওপর কালো চশমা রেখে নাচের বিখ্যাত ভঙ্গিও বিকৃত করা যাবে না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ti0v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন