English

29.7 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
- Advertisement -

সুহানা, নভ্যা, অনন্যা একসাথে পালন করলেন গণেশ চতুর্থী

- Advertisements -

বলিউডের তারকারা খুবই উৎসাহ ও আন্তরিকতার সাথে গণেশ চতুর্থী উদযাপন করেছেন, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ছবি ও ভিডিওগুলো তার প্রমাণ।

সম্প্রতি সুহানা খান ও নভ্যা নভেলি নন্দা, অনন্যা পাণ্ডের বাড়িতে গণেশ চতুর্থী উদযাপনের জন্য একত্র হয়েছেন। ভাবনা পাণ্ডে সন্ধ্যার কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন এবং সেগুলো দারুণ হৃদয়গ্রাহী ও মনোমুগ্ধকর।

অন্যদিকে অনন্যাকে তার কমলা রঙের কুর্তি সেটে চমৎকার লাগছিল।

ভাবনা সুন্দর ছবির ক্যাপশনে লিখেছেন, এত আনন্দ এবং খুশি আনার জন্য ধন্যবাদ বাপ্পা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গৌরী খান, মাহিপ কাপুর, শানায়া কাপুর, নীলম কোঠারি, সীমা সাজদেশ, ফারাহ খানসহ অন্যরা।
এর আগে সুহানা, গৌরী ও আব্রাম শাহরুখ খানের সাথে আম্বানিদের গণেশ চতুর্থী উদযাপনে গিয়েছিলেন। তারকাখচিত অনুষ্ঠানের ছবি ও ভিডিও এখনো ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে।
কাজের প্রসঙ্গে জানা যায়, সুহানা বলিউডে ‘দ্য আর্চিজ’ চলচ্চিত্রর মুক্তির অপেক্ষায় রয়েছেন। ছবিটিতে বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও রয়েছে।জোয়া আখতার পরিচালিত ছবিটি ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে। অন্যদিকে অনন্যাকে পরবর্তী চলচ্চিত্র ‘খো গেয়া হাম কাহান’-এ দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী ও আদর্শ গৌরবের সঙ্গে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/tjqf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন