English

30 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

এখনই উপযুক্ত সময় ঘুরে আসার নৈনিতালে

- Advertisements -

নাসিম রুমি: একটু স্বস্তির নিশ্বাস ফেলতে ঘুরে আসুন নৈনিতাল। ভারতের উত্তরাখণ্ড অঙ্গরাজ্যের একটি শহর। এটি রাজ্যটির কুমায়ুন বিভাগের নৈনিতাল জেলার সদর শহর। শহরটি বহিঃস্থ হিমালয় পর্বতমালার পাদদেশে সমুদ্র সমতল থেকে ২০৮৪ মিটার উচ্চতায় অবস্থিত।

Advertisements

শহরটি পর্বতবেষ্টিত নাশপাতি আকারের একটি হ্রদের উপত্যকাতে অবস্থিত। এখানকার পর্বতগুলির চূড়া থেকে দৃশ্যমান ভূ-দৃশ্যাবলি অসাধারণ। দক্ষিণে রয়েছে বিস্তীর্ণ সবুজ সমভূমি আর উত্তরে তাকালে দেখা যাবে বরফাবৃত হিমালয়ের কেন্দ্রীয় পর্বতগুলির সারি।

মুন্সী প্রেমচাঁদ, রাডিয়ার্ড কিপলিং এবং জিম করবেট তাদের রচনাতে নৈনিতালের উল্লেখ করেছেন। জিম করবেট স্বয়ং এখানে বাস করতেন। অমিতাভ বচ্চন এখানকার শেরউড কলেজে পড়াশোনা করেন। ১৯শ শতকের দ্বিতীয়ার্ধে ভিক্টোরীয় যুগে এখানে মূলত ইংরেজ প্রশাসক ও কর্মচারীরা বাস করতেন। এখানকার বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসভবনের স্থাপত্যে এর ছাপ আজও রয়ে গেছে।

কিভাবে নৈনিতাল পৌঁছাবেন
বিমানের মাধ্যমে: নৈনিতাল থেকে নিকটতম অভ্যন্তরীণ বিমানবন্দর হল পন্তনগর বিমানবন্দর, পন্তনগর, শহর থেকে প্রায় এক ঘন্টার পথ, কারণ এটি 55 কিলোমিটার দূরে। এই বিমানবন্দরটি নতুন দিল্লি এবং মুম্বাইয়ের সাথে ভালভাবে সংযুক্ত। নৈনিতাল থেকে দেরাদুন বিমানবন্দর 283 কিলোমিটার দূরে।

Advertisements

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর এবং নৈনিতালের মধ্যে দূরত্ব 248 কিমি। রেলপথে: নিকটতম রেলওয়ে স্টেশন, কাঠগোদাম রেলওয়ে স্টেশন, নৈনিতাল থেকে 23 কিমি দূরে। মেট্রো শহর যেমন নতুন দিল্লি, কলকাতা, আগ্রা এবং লখনউ থেকে কাঠগোদাম পর্যন্ত প্রতিদিন অনেকগুলি সরাসরি ট্রেন চলাচল করে । রাস্তার মাধ্যমে: নৈনিতাল উত্তর ভারতের প্রধান গন্তব্যগুলির সাথে মোটরযোগ্য রাস্তা দ্বারা ভালভাবে সংযুক্ত।

নাসিম রুমি- সাংবাদিক,লেখক ও পর্যটক।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন