তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হেলমেট ও সিটবেল্ট ব্যবহারে জনসচেতনতা তৈরিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে উৎসাহমূলক ক্যাম্পেইন ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮ টায় নিসচা কার্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৩ জন মোটরসাইকেল চালকদের মাঝে ষ্ট্যাণ্ডার্ড হেলমেট বিতরণ করা হয়।
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ এর প্রতিপাদ্য “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের গতি”।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আহিল আগরউড ট্রেডিংয়ের ম্যানেজিং ডিরেক্টর পারভেজ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ, ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসেম, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক শামসুল ইসলাম, আব্দুল আজিজ, নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘দুর্ঘটনায় আঘাত পাওয়া এবং আঘাতের তীব্রতা থেকে মাথার সুরক্ষায় নিসচা বড়লেখা শাখা জনসচেতনতা তৈরিতে হেলমেট বিতরণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুসারে, হেলমেটের ব্যবহার দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে পারে ৪০ শতাংশ এবং মারাত্মক হতাহতের ঝুঁকি কমায় ৭০ শতাংশ।’ মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে প্রধান আশঙ্কা সড়ক দুর্ঘটনা, যা বাংলাদেশের জন্য একইসঙ্গে সামাজিক ও অর্থনৈতিক অভিশাপ উল্লেখ করে বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বাড়াতে এবং চালক ও যাত্রী উভয়ের হতাহত হওয়ার আশঙ্কা হ্রাসে সচেতনতা বৃদ্ধিতে এই কর্মসূচি সহায়তা করবে। এ দেশের মানুষের মাঝে হেলমেট না পড়তে চাওয়ার প্রবণতা অনেক বেশি, আর এসব বিষয়ে তাদেরকে সচেতন করতে এই হেলমেট বিতরণ ক্যাম্পেইন একটি সময় উপযোগী পদক্ষেপ।’