নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার আয়োজনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, প্রতিষ্ঠাতা হার্ট কেয়ার ফাউন্ডেশন, কুমিল্লা।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন নিসচা কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি এড. আবদুল কাদের তাহের, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান কাজী জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, সদস্য মো. ইকবাল আমিন, জাকির হোসেন, কাজী জিল্লুর রহমান, সেলিনা বেগম, মনির হোসেন এবং উপদেষ্টা ড. তৃপ্তীশ চন্দ্র ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজনে হৃদরোগ প্রতিরোধ, সঠিক খাদ্যাভ্যাস ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। শহরের কান্দিরপাড় মোড়ে র্যালি শেষে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।