English

30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
- Advertisement -

বিজয় দিবসে বৈশাখী টেলিভিশনে সিনেমা, নাটকসহ নানা অনুষ্ঠান

- Advertisements -
Advertisements
Advertisements

মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আয়োজন করেছে গান, সিনেমা, নাটকসহ নানা অনুষ্ঠান। এরমধ্যে গানের অনুষ্ঠান দেশের গান জন্মভূমি, বৈশাখীর সকালের গান, মিউজিক এ্যালবাম, শুধু সিনেমার গান।
আরও থাকছে দেশপ্রেমের গল্পে নির্মিত দুটি সিনেমা। তালিকায় রয়েছে সিপাহী এবং বীর সৈনিক। তারমধ্যে বিজয় দিবসের সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা, আনোয়ার হোসেন অভিনীত ‘সিপাহী’। ছবিটি পরিচালনা করেছেন কাজী হায়াৎ।
দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে মান্না, মৌসুমী, সাথী, হুমায়ুন ফরীদি অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বীর সৈনিক’ সিনেমা।
বৈশাখী টিভি জানিয়েছে, ১৬ ডিসেম্বর সকাল ৭টা ৪৫ মিনিটে মামুন আব্দুল্লাহর প্রযোজনায় প্রচার হবে দেশের গান ‘জন্মভূমি’। সকাল ৮টা ২৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ অনুষ্ঠানে গান গাইবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী।
থাকছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘সিঁদুর’। এটি প্রচার হবে রাত ১১টায়। মো. আশিকুর রহমানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তিশা, সজল, কে এস ফিরোজ প্রমুখ।
শাহ আলমের প্রযোজনায় বিজয় দিবসের সকাল ৯টা ১০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে পুরনো দিনের সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘মিউজিক অ্যালবাম’। এতে প্রচার হবে মুক্তিযুদ্ধের চেতনার যত গান। শাহ আলমের প্রযোজনায় বিজয় দিবসে দুপুর ১টা ২০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে ‘শুধু সিনেমার গান’র ২২৬৪ পর্ব। তানহা তাসনিয়ার উপস্থাপনায় এ বিশেষ পর্বটি সাজানো হয়েছে নতুন ও পুরনো মুক্তিযুদ্ধভিত্তিক গান দিয়ে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন