নাসিম রুমি: বলিউড অভিনেত্রী এশা গুপ্তা ফিরছেন বড় পর্দায়। বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ধামাল ৪’-এ দেখা যাবে তাকে। ইন্দ্রকুমার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে থাকছেন সুপারস্টার অজয় দেবগন। খবর: বলিউড হাঙ্গামা
সূত্র জানিয়েছে, এ মাসের শেষদিকেই শুটিং শুরু করবেন এশা। এতে তার সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রবি কিষান ও সঞ্জয় মিশ্রা। গ্ল্যামার আর কমেডির মিশেলে এ অভিনেত্রীর চরিত্র হবে সিনেমার অন্যতম আকর্ষণ। এর আগে ‘ধামাল ৩’-এ দেখা গিয়েছিল তাকে। তবে নতুন কিস্তিতে তার ভূমিকাকে আরও বড় করা হয়েছে।
জানা গেছে, এশার চরিত্র এবার শুধু গ্ল্যামারাস উপস্থিতি নয়, বরং গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। বিশেষ করে অজয় দেবগনের সঙ্গে তার রসায়ন সিনেমায় বাড়তি মাত্রা যোগ করবে। সম্প্রতি হানি সিংয়ের সঙ্গে ‘ব্রাউন আইজ ওয়ালি’ এবং জুবিন নটিয়ালের সঙ্গে ‘ইশক মেরা’ মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় ছিলেন এশা।
এবার ‘ধামাল ৪’ সিনেমার মাধ্যমে কমেডি ঘরানায় তিনি নতুন করে জায়গা করে নিতে চলেছেন তিনি। এশাকে শেষবার ববি দেওলের সঙ্গে ‘এক বদনাম আশ্রম পার্ট ৩’-তে দেখা গিয়েছিল। তিনি ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড’-এ ডিসিপি লক্ষ্মী রাঠির চরিত্রেও অভিনয় করেন। তবে ব্যস্ততা রয়েছে মডেলিং এবং বিভিন্ন বিজ্ঞাপন নিয়েও। ‘ধামাল ৪’ সিনেমাটি আগামী বছর অর্থাৎ ২০২৬-এর ঈদে মুক্তি পাবে।