English

28 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

ভারতীয় যেসব শিল্পীর গান শুনতেন ওসামা বিন লাদেন

- Advertisements -

‘সব কাজেই রাজনীতির ছায়া থাকে। বলিউডের রাজনীতি আমার থেকে অনেক গান কেড়ে নিয়েছে। আমার সমসাময়িক এক শিল্পী সেই সময়ে যথেষ্ট নোংরা রাজনীতি করেছিলেন আমার সঙ্গে। আমি ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতির শিকার’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এভাবেই নিজের ক্ষোভ উগরে দেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক।

তিনি বলেন, মহড়ায় তাকে দিয়ে গান গাওয়ানো হয়েছে। অথচ রেকর্ডিংয়ের সময় সেই শিল্পীর কণ্ঠস্বর ব্যবহৃত হয়েছে। তিনি নাকি এভাবেই অলকার থেকে গান কেড়ে নিতেন।

সোমবার সকালে একটি খবর সাড়া ফেলে দিয়েছে। যার সন্ত্রাসের ভয়ে কাঁপত বিশ্ব, সেই ওসামা বিন লাদেন অলকার অন্ধ ভক্ত ছিলেন!

বিন লাদেন নাকি হিন্দি গান শুনতেন। তাও আবার রোমান্টিক গান! আরও জানা গেছে, পাকিস্তানের অ্যাবোটাবাদের সেফ হাউজের বাড়ি থেকে ২০১১ সালে তার ব্যক্তিগত কম্পিউটার আটক হয়। সেখানেই অলকার একাধিক গান পাওয়া গেছে। সাক্ষাৎকারে সে কথাও প্রকাশ্যে এসেছে।

সাক্ষাৎকারে জনৈক সাংবাদিক সেই কথা জানাতেই গায়িকা বলেন, লাদেন যদি আমার গানের ভক্ত হন তাতে দোষ কোথায়? ওর মধ্যে নিশ্চয়ই ‘শিল্পীমন’ ছিল। সেই জায়গা থেকেই হয়তো উনি গান শুনতে পছন্দ করতেন।

লাদেন শুধু অলকার গানই শুনতেন না। তার ল্যাপটপে উদিত নারায়ণ, কুমার শানুরও অসংখ্য গান ছিল বলে জানা গেছে।

বিন লাদেনের কম্পিউটার থেকে পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে, অজয় দেবগন-কাজলের ‘প্যায়ার তো হোনা হি থা’র ‘আজনবি মুঝকো ইতনা বাতা’, সালমান খান-মাধুরী দীক্ষিতের ‘দিল তেরা আশিক’-এর শীর্ষ সঙ্গীত এবং ১৯৯৪ সালের ‘জানে তামান্না’তে গাওয়া উদিত নারায়ণের ‘তু চাঁদ হ্যায় পুনম কা’ও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u19a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন