ভারত, বাংলাদেশ কিংবা পাকিস্তান । একটি নারীকে কেন্দ্র করে যেন দেশকালের সীমারেখা ঘুচে যায়। ভানুরেখা গণেশন। পোশাকি নাম যার রেখা। আজ তার জন্মদিন।
তিন দেশের ভক্তরা সোশ্যাল মিডিয়া মাৎ করে দিয়েছেন শুভেচ্ছা বার্তায়। ঠিক ৫০ বছর আগে ১৯৭০ সালে শাওন ভাদো সিনেমায় আত্মপ্রকাশ রেখার। কালোকোলো গাবলু মেয়েটা যে একদিন তার রূপের ছটায়, অভিনয়ের সৌকর্যে, প্রতিভার বিচ্ছুরণে উপমহাদেশের হার্টথ্রব হয়ে উঠবে কেউ কি ভেবেছিলো? অথচ রেখা আজও তার রাজকীয় উপস্থিতিতে অকল্পনীয়।
কাঞ্জিভরম শাড়ি, ভারি গহনা বড় টিপ-এ তিনি এই বয়সেও এক স্টাইল স্টেটমেন্ট। ২০১৪ সালে সুপার নানি ছবিতে তিনি শেষবার অভিনয় করেন।
পরে শমিতাভ ও ইয়ামলা পাগলা দিওয়ানা, ফিরসে ছবিতে ক্ষণিক তাকে দেখা গেছে, কিন্তু কার্যত ফিল্মকে বিদায় জানিয়েছেন তিনি। তবু, আজও ফিল্মি পার্টি কিংবা অনুষ্ঠানে রেখাই মধ্যমণি হন। অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্ৰেম কিংবা তার স্বামীর আত্মহত্যার খবর কখনো সামনে আসলেও রেখার বৈভবে তা ঢাকা পড়ে যায়। রেখার তুলনা রেখাই। তার জন্মদিনে অকুণ্ঠ শুভেচ্ছা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/u504
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন