English

32 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তে যা বললেন সোহেল রানা

- Advertisements -

নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। সবকিছু ঠিক থাকলে আজই (৩১ জুলাই) নিষিদ্ধ করা হবে জামায়াত-শিবিরের রাজনীতি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা।

তিনি বলেছেন, ১৪ দল মিলে যে সিদ্ধান্ত নিয়েছে তাদের সকলের উপরই আমার আস্থা আছে। কিন্তু সিদ্ধান্তটা প্রথমেই শুনলে অনেকটা ডেমোক্রেটিক মনে হয় না। ১৪ দলের এই সিদ্ধান্ত একটু কৌশলী হলে সুন্দর হতো।

সোহেল রানা আরও বলেন, আমার মনে হয়, যে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা ধিকি ধিকি জ্বলবে। একদম নিভে যাবে না। মনে হচ্ছে না, যার জন্য নিষিদ্ধ করা হবে সেই জিনিসটাকে নিভিয়ে দেওয়া যাবে। এটা বরং থেকে যাবে, ধিকি ধিকি আগুন জ্বলবে।

এই অভিনেতা আরও বলেন, যারা পার্টি করত তারা হঠাৎ করেই সব ভুলে যাবে না। মনের মধ্যে এটা থেকে যাবে। এভাবে সমাধান হবে বলে মনে হচ্ছে না।

তিনি বলেন, আমরা চাই শান্তি। চাই মুক্তভাবে সুন্দরভাবে দেশটা চলুক। বর্তমান সময় যেভাবে আছে, এটা ভালো লাগছে না। হাজার হাজার মানুষ কষ্ট করছেন। মেট্রোরেল আমাদের গর্বের ছিল, সেটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না।

প্রসঙ্গত, উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্রসংগঠনের নাম ইসলামী ছাত্রশিবির। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল।

তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u50b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন