English

25.2 C
Dhaka
শনিবার, অক্টোবর ১১, ২০২৫
- Advertisement -

জনতা পার্টি বাংলাদেশের উদ্যোগে ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Advertisements -

জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, জনপ্রিয় অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল আজ শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বাদ আসর জনতা পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, মহাসচিব শওকত মাহমুদ, উপদেষ্টা শাহ মোঃ আবু জাফর, মোঃ মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এবিএম ওয়ালিউর রহমান খান, মোঃ আব্দুল্লাহ্, এম এ ইউসুফ, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব রফিকুল হক তালুকদার রাজা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সোলায়মান, সদস্য মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, জাগপার সভাপতি মহিউদ্দিন বাবলু, জাতীয় সংস্কার পার্টির সভাপতি মেজর (অব.) আফসারী, বাংলাদেশ জনতা ফ্রন্টের সভাপতি দ্বীপু মীর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোনাজাতে জনাব ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলে গোলাম সারোয়ার মিলন বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেতা নন, তিনি দেশব্যাপী নিরাপদ সড়ক আন্দোলনের প্রতীক এবং জনমানুষের প্রিয় মুখ।”

শওকত মাহমুদ বলেন, “আমরা তার সুস্থতার জন্য দোয়া করি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে আবারো দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u5bn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন