English

25 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

পিএসএল থেকে ছিটকে গেলেন হারিস রউফ

- Advertisements -

কাঁধের চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। সেরে উঠতে কমপক্ষে ৪-৬ সপ্তাহ সময় লাগবে তার। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স।

গতকাল করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট পান রউফ। তবে ইনিংসের দ্বিতীয় শেষ বলে হাসান আলীর ক্যাচ নিতে গিয়ে চোট পান তিনি। তৎক্ষণাত ব্যথায় কাতরাতে থাকেন ডানহাতি এই পেসার।

যদিও রউফের সেই ক্যাচ লাহোরকে টানা চতুর্থ হার থেকে বাঁচাতে পারেনি। নাটকীয় সেই ম্যাচে দুই উইকেটের জয় পায় করাচি।
আসরের আগের তিন ম্যাচে অবশ্য নামের প্রতি সুবিচার করতে পারেননি রউফ। ওভার প্রতি খরচ করেছেন ১১ রান করে।

রউফের ইনজুরি নিয়ে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘দলের জন্য বড় একটা ধাক্কা। তবে সে পাকিস্তানেরও মূল বোলার এবং সামনে আমাদের অনেক খেলা আছে। ফলে বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে সেরে উঠতে যথাসম্ভব সর্বোচ্চ সময় দিতে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uhmy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন