ফ্রান্সের লিও শহরের একটি গির্জার সামনে এক যাজককে গুলি করেছে বন্দুকধারী যুবক। আশঙ্কাজনক অবস্থায় যাজককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার বিকালে এ ঘটনা ঘটে। উপাসনা শেষ করে যাজক বাসায় ফিরে যাবার পথে একাধিকবার গুলি চালায় ওই বন্দুকধারী যুবক। অজ্ঞাত এই বন্দুকধারীকে ধরতে শহরজুড়ে অভিযান চলছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ut2o