English

25.6 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে গৃহবধূ গ্রেফতার

- Advertisements -

বগুড়ায় এক কলেজ ছাত্রীকে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে জান্নাতী খাতুন (৩৮) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ ও র‌্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামি, সাতক্ষীরার আসাসুনি উপজেলার শীতলপুর এলাকার মোঃ আব্দুল গফ্ফার কাজীর মেয়ে মোছাঃ জান্নাতী খাতুন (৩৮)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ ও র‌্যাব-৬ সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে খুলনার সোনাডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করে। এসময় জিম্মি থাকা কলেজ ছাত্রীকে (২০) উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য,  বগুড়ার কাহালু উপজেলার ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রীর সাথে গৃহবধূ জান্নাতীর বন্ধুত্ব তৈরি হয়। এর একপর্যায়ে জান্নাতী নানান রকম প্রলোভন দেখিয়ে ঐ কলেজ ছাত্রীকে খুলনার সোনাডাঙ্গায় নিয়ে যায়। এরপর সেখানে আটকে রেখে তার পরিবারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় কলেজ ছাত্রীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ১৩ তারিখে মামলা দায়ের করেন এবং পাশাপাশি র‌্যাব বগুড়াকেও অভিযোগ জানায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uu1j
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন