English

26.7 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

জিৎ-মিমি জুটি আবার ফিরছে বড় পর্দায়! সঙ্গে আরেক নবাগতা নায়িকা?

- Advertisements -

নাসিম রুমি: আবারও বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন টলিউডের ‘বস’ জিৎ এবং মিমি চক্রবর্তী, তবে চমক এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এই ছবিতে আরও এক নতুন নায়িকাকে দেখতে চলেছেন দর্শকেরা, যাঁর বয়স বেশ কম। তবে তিনি কে? সেটা নিয়ে অবশ্য এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। ছবির নাম ‘লায়ন’।

ছবির কাজ যে ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে তা জেনে গেছেন অনেকেই। রজত ঘোষের সংগীত পরিচালনায় এই ছবির জন্য একটি বিশেষ গানের রেকর্ডিংও সেরে ফেলেছেন অন্বেষা। গান রেকর্ডিং এর পর সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এই খবর জানান তিনি। তবে তার কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট সামাজিক মাধ্যম থেকে মুছে দিতে হয় অন্বেষাকে। উল্লেখ্য, রজত ঘোষ জিতের প্রযোজনা সংস্থার সঙ্গে একাধিক গানে কাজ করেছেন, এই প্রযোজনা সংস্থার সঙ্গে এটাই তার প্রথম কাজ নয়। তবে সম্ভবত জিৎ অভিনীত কোনও ছবিতে প্রথমবার গান তৈরিতে যুক্ত থাকছেন তিনি।

পুরনো হিট জুটিদের দর্শকেরা অত্যন্ত মিস করেন। যেমন এত বছর অপেক্ষার পর অবশেষে ধূমকেতু ছবির মাধ্যমে বড় পর্যায় দর্শকরা দেখতে চলেছেন দেব-শুভশ্রী জুটিকে। তেমনই এত বছর পর জিৎ মিমি জুটিকে দেখতেও যে দর্শকদের মধ্যে উদ্দীপনা থাকবে তা বলাই বাহুল্য। সম্ভবত শেষবার বাজি ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। তবে শোনা যাচ্ছে মিমির পাশাপাশি এক নবাগত নায়িকাকে দেখা যাবে এই ছবিতে। ইতিমধ্যে নাকি নায়িকার অভিনয় শিক্ষার ট্রেনিং শুরু হয়ে গেছে। সম্ভবত একজন গ্রামের সাধারণ পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে তাঁকে, যদিও চরিত্রের নাম এখনও জানা যায়নি।

ছবির নাম লায়ন। নাম শুনেই অনেকে ইতিমধ্যে ধারণা করে ফেলেছে এই ছবিও হয়তো অ্যাকশন ছবি হতে চলেছে। খাদান মুক্তির আগে জিৎ কার্যত একাই একের পর এক মেইনস্ট্রিম অ্যাকশন ছবি দর্শকদের উপহার দিয়ে গেছেন। অন্য ধারার ছবিতে অভিনয় করলেও জিৎ টলিউডের অন্যতম সেরা অ্যাকশন সুপারস্টার। কিছুদিন আগে বলিউডেও নিজের প্রথম কাজের মাধ্যমে দারুন জায়গা করে নিয়েছেন টলিউডের ‘বস’। ‘খাকি দা বেঙ্গল চ্যাপ্টার’-এ জিতের অভিনয় দুর্দান্ত প্রশংসিত হয়েছে।

তবে ছবির কাজ ছাড়া কখনওই মিডিয়ার সামনে সেই ভাবে দেখা যায় না এই অভিনেতাকে। কোনও প্রিমিয়ার বা পার্টিতে উপস্থিত থাকেন না জিৎ। নিজের কাজ এবং পরিবার নিয়েই থাকতে পছন্দ করেন সুপারস্টার। কিছুদিন আগে স্ত্রী মেয়ে ও ছেলেকে নিয়ে বিদেশে সময় কাটিয়ে এলেন অভিনেতা। বরাবরই পরিবার জিতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই কাজের মাঝে সময় পেলেই পরিবারের প্রিয়জনদের সঙ্গে সময় কাটান তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uz93
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন